গঙ্গাচড়ায় এক কবর স্থান থেকে ম্যাগাজিনসহ পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী

৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:৪৪ সময়
Share Tweet Pin it
[গঙ্গাচড়ায় এক কবর স্থান থেকে ম্যাগাজিনসহ পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী]

রংপুর-গঙ্গাচড়া সড়ক সংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে ম্যাগাজিনসহ পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী (৫ ফেব্রুয়ারি) বুধবার দিবাগত রাত একটার দিকে

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে উপজেলার আরাজি নিয়ামত মৌলবীবাজার এলাকার রংপুর-গঙ্গাচড়া সড়ক সংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে ম্যাগাজিনসহ পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।পুলিশসূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মাসুদের নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশসহ উপজেলার আরাজীনিয়ামত মৌলবীবাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি রামদা, ১টি ছুরি ও ১টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২টি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

 

বিষ্যটি নিশ্চিত করে আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, “অস্ত্রগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।এই বিষ্যে আইনি প্রকৃয়া চলমান আছে।