রংপুরের পীরগঞ্জে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার

৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:৩ সময়
Share Tweet Pin it
[রংপুরের পীরগঞ্জে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার]

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৪ নং চাতরা ইউনিয়নের  বড়-বদনা পাড়া গ্রাম ৭ ফেব্রুয়ারী সকাল ৭ ঘটিাকার সময় উক্ত গ্রামের শাহরুল ইসলামের সিম খেতের জমি থেকে গলাকাটা এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনা স্থলেগিয়ে জানা যায় উক্ত গলাকাটা মহিলাটির নাম দেলোয়ারা খাতুন, বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামে তার পিতার নাম রবিউল ইসলাম। 

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন গলাকাটা মেয়েটির নাম পরিচয় সনাক্ত হয়েছে। মেয়েটি কেন বড়-বদনাপাড়া এসেছিলো তা এখনো যানাযায়নি।