ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পশ্চিম কদমি গ্রামে ক্রয়কৃত জমি দলিল না করে দিয়ে হুমকি, মারধর, মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার মানববন্ধন করেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে কদমি গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ ঘটনায় শুক্রবার (৭ ফেব্রুয়ারী) রাতে টুকু শেখ বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবার মো. টুকু শেখ, হাসিনা বেগম, মো. সুৃমন শেখ, আলা শেখ।টুকু শেখ বলেন, ২০১০ সালে কদমি গ্রামের মিলু শেখের কাছ থেকে কদমি মৌজার ২৬২ নং দাগের ১১ শতক জমি কিনে বাড়ি নির্মাণ করি।ওই ১১ শতক জমি দলিল করে দিতে বললে তিনি জমি দলিল করে না দিয়ে জমি ছেড়ে দিতে হুমকি ধামকি দেয়। তিনি আরো বলেন, এর আগে জমি দলিলের কথা বললে আমাকে মারধর করে, গর্ভবতি একটু গাভী, ২ ভ্যান নিয়ে যায়। জমি থেকে উচ্ছেদ করার জন্য আদালতে মামলা করেন। মিলু শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জমি জোর করে দখল করে ঘর উত্তোলন করে টুকু শেখ।